Benche Thakar Gaan from Autograph Lyrics
Benche Thakar Gaan from Autograph starring Prosenjit Chatterjee, Indranein Sengupta, Nandana Sen. This song has been composed by Anupam Roy and sung by Rupam Islam.
Benche Thakar Gaan from Autograph Lyrics Song Info
Detailed information regaring song Benche Thakar Gaan from Autograph Lyrics.
Caption
Detail
Singer
Rupam Islam
Music
Anupam Roy
, Debojyoti Mishra
Lyrics
Anupam Roy
Cast
Prosenjit Chatterjee, Indraneil Sengupta, Nandana Sen
Song Video
Song Lyrics
যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবো না,
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবো না।
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ,
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না,
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
জেনো আমি বেচতে দেবো না।
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ,
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
Singer : Rupam Islam Music : Anupam Roy , Debojyoti Mishra Lyrics : Anupam Roy Cast : Prosenjit Chatterjee, Indraneil Sengupta, Nandana Sen
Write a comment