Aha Re || আহারে || Minar Rahman

Song : Aha Re (আহারে) Singer : Minar Rahman Lyric, tune & Composition : Minar Rahman Directoin : Taneem Rahman Angshu Language : Bangla Label : Agniveena

Aha Re || আহারে || Minar Rahman Song Info

Detailed information regaring song Aha Re || আহারে || Minar Rahman.

Caption Detail

Song Video

Song Lyrics

আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে
আকাশে বাতাসে বসন্ত সুবাসে
কোকিলেরও কুহূ ডাকে তারই ছোঁয়া
ওলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই
ডাকে মোরে তারই ছায়া

আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে
ডানা মেলে
এপাড়ে ওপাড়ে দুয়ারে দুয়ারে শহরের
খোঁয়াড়ে আঁকা মিছিলে
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা

আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে

Write a comment